ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

দিল্লিতে বাংলাদেশ-ভারত চলচ্চিত্র উৎসব শুরু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২৩

চলচ্চিত্রের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার একটি বার্ষিক অনুষ্ঠান- ‘বাংলাদেশ-ভারত চলচ্চিত্র উৎসব’ ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে।

কোভিড -১৯ মহামারীর কারণে কয়েক বছর বিরতির পরে, গতকাল শুক্রবার এই উৎসবটি শুরু হয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন মুখপাত্র আজ শনিবার একথা জানান।

দিল্লির শ্রী ফোর্ট মিলনায়তনে চতুর্থবারের মতো এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। হাইকমিশনের মিনিস্টার প্রেস শাবান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র ‘হাওয়া’ প্রদর্শিত হবে ৫ ফেব্রুয়ারি এবং এর পরে, নন্দিত ভারতীয় পরিচালক গৌতম ঘোষের দুটি ফিচার ফিল্ম প্রদর্শিত হবে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি